সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কেন্দ্র ও কংগ্রেসের মধ্যে কাজিয়া অব্যাহত। তারই মাঝে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আরও আক্রমণাত্মক মন্তব্য করে বসলেন এক আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।
ওই আরএসএস নেতা জানিয়েছেন, আসলে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানকে বার্তা দেওয়া হয়েছে। বলেছেন, ''আমরা লাহোরেও যে কোন সময় ঢুকে পড়তে পারি। সেই বার্তা দেওয়া হয়েছে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে।''
নাগপুরে একটি অনুষ্ঠানে আসেন তিনি। সেখানে দেশের বর্তমান অবস্থা নিয়ে ভাষণ দেন। তখনই উঠে আসে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে জম্মু কাশ্মীর প্রসঙ্গ। ইন্দ্রেশ কুমার বলেন, ''জম্মুতে পিডিপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের পর নিরাপত্তা বাহিনী ৩০০র বেশি জঙ্গিকে খতম করেছে। উপত্যকায় জঙ্গিদের নির্মূল করতে আর্মি, পুলিশ, এনআইএ সবাইকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল।''
রমজান মাস শেষ হতেই আচমকা কাশ্মীরে সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জোটসঙ্গী পিডিপিকে ছেড়ে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন তিনি। এই ঘটনাকে বিজেপি দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে বলে তিনি মনে করেন। বলেন, ''সরকারে থাকাকালীন তিন-চারটে জরুরি কাজ শেষ করা হয়েছে। তারপর বিজেপি জোট ছেড়ে বেরিয়ে এসে দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে।''
তিনি আরও জানান, জম্মু কাশ্মীর সরকারের মদত না থাকলে সার্জিক্যাল স্ট্রাইক সম্ভব ছিল না। তখনই আরএসএস নেতা বলেন, ''আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম। পাকিস্তানকে বোঝাতে যে যেকোনও সময় আমরা লাহোরে ঢুকে পড়তে পারি।'' তবে ইন্দ্রেশ কুমার আলাদা করে পিডিপির নাম উল্লেখ করেননি।

0 comments:
Post a Comment