হরিয়ানার মেওয়াট জেলায় , ছাগলকে ৮জন মিলে গণধর্ষণ করে মেরে ফেলেছে অভিযোগ ছাগলের মালিকের। ছাগলটি গর্ভবতী ছিল বলেও অভিযোগ করা হয়েছে।
গত বৃহস্পতিবার ছাগলের মালিক পুলিশে নিখোঁজ থাকার অভিযোগ দায়ের করেন। তারপরই খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৮জনই পলাতক। এদিকে মৃত ছাগলটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ছাগলের মালিক আসলু জানিয়েছেন, ২৫ জুলাই এই ঘটনা ঘটেছে। সাভাকর, জাফর ও আরও ৬ জন মিলে ছাগলের সঙ্গে ধর্ষণ করেছে।
Complaint registered against eight men in Haryana's Mewat district for allegedly gang-raping a pregnant goat, who later died
— ANI Digital (@ani_digital) July 28, 2018
Read @ANI story | https://t.co/XbDWnfUerl pic.twitter.com/gcsC1moRzz
মেওয়াটের পুলিশ স্টেশন ইনচার্জ নাগিনা রাজবীর সিং জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের করা হয়েছে।

0 comments:
Post a Comment