ভারতীয় মুসলমানরা ভাই, কিন্তু অনুপ্রবেশকারী মুসলমানদের ফিরতেই হবে, তবে ধর্মীয় স্মরণার্থীদের আশ্রয় দেবে ভারত



ভারতীয় মুসলমানদের বাকি দেশবাসীর মতো সমান অধিকার রয়েছে। ভারতীয় মুসলমানরা বিজেপির ভাই। কিন্তু বেআইনি অনুপ্রবেশকারী মুসলমানদের নিজের দেশে ফিরতেই হবে।

ভারত ভাগ হয়েছিল ধর্মীয় কারণেই। তাই প্রতিবেশি বাংলাদেশ বা  পাকিস্তান থেকে আসা মানুষদের অনুপ্রবেশকারী এবং স্মরণার্থী - এই দুই ভাগে ভাগ করতে চায় বিজেপি।

বাংলাদেশ  বা  পাকিস্তান থেকে আসা মুসলমানরা যেমন বেআইনি অনুপ্রবেশকারী, অন্যদিকে ওই দুই দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্শি, শিখ বা খ্রীস্টানদের মতো ধর্মীয় সংখ্যালঘুরা হলেন স্মরণার্থী।

ভারতের বিজেপি সরকার, প্রতিবেশি দেশ থেকে বিপদে পালিয়ে আসা  ধর্মীয় সংখ্যালঘুদের আশ্রয় দেবে।

কারণ, তাঁরা বিপদের মুখে নিজের দেশ ছেড়ে পালিয়ে এসেছেন। অন্যদিকে মুসলমান অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে, কারণ সীমান্তের ওপার থেকে রোজগার বা বাসস্থান খুঁজে পেতে, কিংবা কোনও অসত্‍ উদ্দেশ্য নিয়েই তারা এদেশে এসেছে।

অসমে NRC বিতর্ক শুরু হওয়ার অনেক আগেই Citizenship (Amendment) Bill 2016 সংসদে পাশ হয়েছে। সেই বিলে আইনের সংশোধন হয়েছে।

তাতে পরিষ্কার বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্থান থেকে আশা হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্শি, শিখ বা খ্রীস্টানরা শুধু যে স্মরণার্থী হয়ে থাকবেন তাই নয়, নাগরিকত্ব পাবেন। সর্ত, যিনি নাগরিকত্বের আবেদন করবেন তাঁকে অন্তত ৬ বছর ভারতে থাকতে হবে।

শুধু তাই নয়, শেষ ১২ মাস ওই আবেদনকারীদের ভারতে থাকাও বাধ্যতামূলক। 
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment