কলকাতা East West মেট্রোতে আত্মহত্যার ঘটনা বন্ধ করতে স্টেশনে বসানো হবে প্ল্যাটফর্ম স্ক্রিনগেট। যখন ট্রেনের দরজা খুলবে একমাত্র তখনই এটি ট্রেনের দরজার সাথে খুলবে ও বন্ধ হবে।
একটি কাঁচের দেওয়ালের মত এই স্ক্রিনগেট। ট্রেনের দরজা এবং প্ল্যাটফর্মের দরজা (স্ক্রিনগেট) একইসঙ্গে বন্ধ হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোতে এই দরজা বসানোর কাজ শুরু হয়ে গেল।
প্রতিটি দরজাই অগ্নিনিরোধক। সব কটি দরজার সঙ্গে একটা করে আপত্কালীন দরজা থাকবে। যদি প্ল্যাটফর্মের দরজা না খোলে তবে এই দরজা দিয়ে বেরোনো যাবে।
দরজা তৈরিতে বিশেষ রকমের কাচ ব্যবহার করা হয়েছে। ঝুঁকি এড়াতে প্ল্যাটফর্মের সামনে এবং পেছনের দিকেও দরজা থাকবে।

0 comments:
Post a Comment