শনিবার অমিত শাহের সভায়, বিজেপিতে যোগ দিচ্ছেন অধীরের ২ ঘনিষ্ট কংগ্রেস নেতা



১১ অগাষ্ট শনিবার মেয়ো রোডে বিজেপির অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ২ ঘনিষ্ট কংগ্রেস নেতা।

কয়েকদিন আগে অধীর চৌধুরীর ২ বিজেপিতে যোগ দিয়েছিলেন। একজন মুর্শিদাবাদের প্রাক্তন কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর অন্যজন বালুরঘাটের কংগ্রেসের জেলা সভাপতি নীলাঞ্জন রায়।

কংগ্রেস সূত্রের খবর, নীলাঞ্জন রায়ের হাত ধরেই নদিয়ার জেলা সভাপতি অসীম সাহা ও প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মৌমিতা মিশ্র বিজেপিতে যাচ্ছেন।

নীলাঞ্জন রায়ের সঙ্গে যেহেতু বিজেপি নেতা মুকুল রায়ের সম্পর্ক ভাল তাই মনে করা হচ্ছে এই দুজন মুকুল রায়ের লবিতেই থাকবেন।

অধীর চৌধুরীর অধিকাংশ ঘনিষ্ট নেতারাই তৃণমূল অথবা বিজেপিতে কেন চলে যাচ্ছেন, তা নিয়েই দলের অন্দরে প্রশ্ন উঠছে।

এক প্রদেশ কংগ্রেস নেতার বক্তব্য, "গত পাঁচ বছরে দলের হাল সবচেয়ে বেশি খারাপ হয়েছে। প্রদেশ সভাপতি হিসেবে অধীর চৌধুরী এক দায় এড়াতে পারেন না। উনি কেন দলে কাউকে ধরে রাখতে পারছেন না?

তৃণমূল ভয় দেখিয়ে দল ভাঙাচ্ছে কিন্তু বিজেপির তো এখানে সেই ক্ষমতা নেই। তাহলে এত লোক বিজেপিতে চলে যাচ্ছেন কেন?"
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment