লোকসভার সঙ্গে ভোট করতে হবে বিধানসভাগুলির, ক্ষমতায় আসার পর থেকে সরব বিজেপি।
এবার এই ইস্যুতে সরাসরি আইন কমিশনকে চিঠি লিখে ফেললেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি ওই চিঠির মাধ্যমে আইন কমিশনকে এক দেশ, এক ভোটের পক্ষে সওয়াল করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক দেশ, এক ভোটের পক্ষে। তিনি গত কয়েক বছরে এ নিয়ে বারবার সরব হয়েছেন। সোমবার সেই সুরই কার্যত দেখা গেল অমিত শাহর চিঠিতে।
'এক দেশ এক ভোট' তত্ত্বের পক্ষে অমিত শাহের লেখা চিঠি কমিশনে তুলে দিলেন দলের নেতারা। তাঁদের আর্জি, এই দাবিকে সামনে রেখে সব দল একত্রিত হোক।
আইন কমিশনকে লেখা তাঁর চিঠিতে অমিত ব্যাখ্যাও করেছেন নিজের মতের স্বপক্ষে। লিখেছেন, সারা বছর ভোট লেগেই থাকে ভারতে। এত খরচ যেমন হয়, তেমনই বারবার ব্যাহত হয় উন্নয়ন। সেই কারণেই তিনি চান বছরভরের এই নির্বাচন প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত।
অন্যদিকে, কয়েকদিন আগেই কংগ্রেসের প্রতিনিধিরা দেখা করেছিলেন আইন কমিশনে। তাঁরা এই বিষয়টির বিরোধিতা করেছিলেন।
আট পাতার ওই চিঠিতে অমিত শাহ ছেড়ে কথা বলেননি বিরোধীদেরও। স্পষ্ট লিখেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই লোকসভা ও বিধানসভাগুলির ভোট একসঙ্গে করার ব্যাপারে বিরোধীরা বাধা দিচ্ছে।
রাজনৈতিক মহল অবশ্য মনে করছে এই চিঠি যথেষ্ট তাত্পর্যপূর্ণ। কারণ, এই চিঠির অর্থ বিজেপি চাইছে এবারই এক দেশ, এক ভোট পদ্ধতি চালু করতে।

0 comments:
Post a Comment