কেরলের বন্যার ঘটনায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছিলেন, সংযুক্ত আরব আমিরশাহী ৭০০ কোটি টাকা অনুদান দিতে চায় কেরলকে।
তারপর কেরলের অর্থমন্ত্রী থমাস ইশাক আগ বাড়িয়ে সমালোচনা করে বলেছিলেন, বিদেশের অনুদান নিতে চাইছে না ভারত সরকার।
কিন্তু সংযুক্ত আরব আমিরশাহী সরকার জানিয়ে দিয়েছে, তারা নির্দিষ্ট করে ৭০০ কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব কেরলকে দেয়নি।
এই সমস্যায় পাশে থেকে সাহায্য করার কথা তারা বলেছিল। এমনকী একটি জরুরী কমিটি তৈরি করে কেরলের পরিস্থিতি জানার ব্যবস্থা করা হয়েছে। এই কমিটি ঠিক করবে কত টাকা কেরলকে অনুদান দেওয়া যায়।
সেখানে গত ২১ তারিখ কেরলের মুখ্যমন্ত্রী কি করে টুইট করলেন সংযুক্ত আরব আমিরশাহী ৭০০ কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব দিয়েছে?
এখন এই প্রশ্ন তুলেই সমালোচনা করা হচ্ছে পিনারাই বিজয়ন সরকারের।
বিজেপির পক্ষ থেকে মন্ত্রী কেজে আলফোন্স কেরল সরকারের সমালোচনা করে বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট। তা স্পষ্ট করুন তিনি।

0 comments:
Post a Comment