ড্রোন হামলা হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর। তবে ঘটনায় মাদুরো অক্ষতই আছেন। তবে ৭ জওয়ান জখম হন। কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।
রাজধানী কারাকাসে ন্যাশনাল গার্ড-এর ৮১তম প্রতিষ্ঠা দিবসের তাঁর বক্তব্যের লাইভ সম্প্রচারণের সময় হঠাত্ই ড্রোন হামলা হয়।
তাঁকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে সেই হামলা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তাঁর কোনও রকম আঘাত লাগেনি বলে জানা গিয়েছে
মাদুরো মন্ত্রিসভার যোগাযোগ মন্ত্রী জর্জ রড্রিগেজ জানান, প্রেসিডেন্টের উপর ইচ্ছাকৃতভাবে এই হামলা করা হয়েছে। তাঁর জীবনসংশয় হতে পারত। ড্রোন হামলায় ৭ সেনা জওয়ান আহত হয়েছে।
ঘটনার পরই প্রেসিডেন্টকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনা। কিন্তু এর পেছনে কে বা কারা রয়েছে তা এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, এদিন একটি সেনার অনুষ্ঠানে বাইরে ভাষণ দিচ্ছিলেন মাদুরো। সেই সময় তাঁর চোখ আকাশের দিকে চলে যায়। হঠাত্ই খেয়াল করেন, দ্রুত গতিতে কিছু একটা ছুটে আসছে। এরপরই ড্রোন হামলাটি হয়। বন্ধ হয়ে যায় প্রেসিডেন্টের ভাষণ।
গত কয়েক বছর ধরে অবশ্য ভেনেজুয়েলার সাধারণ মানুষের মনে মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন কারণে ক্ষোভ জমা হয়েছে। তাঁর সময়ে সেই দেশে চরম আর্থিক অবনতি দেখা দিয়েছে। এরকম অনেক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

0 comments:
Post a Comment