বাড়িওয়ালার শিশুকে, ধাক্কা মেরে গরম ভাতের হাঁড়িতে ফেলে দিল ভাড়াটিয়া



বাড়িভাড়া নিয়ে সমস্যার জেরে তিন বছরের শিশুকে ভাতের হাঁড়িতে ফেলে দিল ভাড়াটিয়া

দীর্ঘদিন ধরেই বাড়িভাড়া নিয়ে বিবাদ চলছিল বাড়িওয়ালা সুষেন ভুঁইয়া ও ভাড়াটিয়া রাজকুমারী শাহ এর মধ্যে। বাড়িভাড়া নিয়ে সমস্যার মধ্যে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৩ বছরের শিশু।

বাড়িওয়ালার শিশুকে ধাক্কা মেরে গরম ভাতের হাঁড়িতে ফেলে দেয় ভাড়াটিয়া। তার জেরে শিশুটির শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছে।

বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় শিশুটি হাসপাতালে। এই ঘটনায় মঙ্গলবার উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করেছে ওই শিশুর পরিবার।

সুষেন ভুঁইয়া পেশায় গাড়িচালক। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িভাড়া দিচ্ছিলেন না ভাড়াটিয়া রাজকুমারী শাহ। গোটা বাড়িটাই আস্তে আস্তে দখল করে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

এই নিয়ে ঝামেলা চলছিল দুজনের মধ্যে। দুরই খেলছিল ওই শিশু। ভাড়াটিয়া রাগে তাঁকে ঠেলে দেয় উনুনে ফোটা গরম ভাতের হাঁড়ির দিকে। শিশুটি হাঁড়িতে পড়ে গিয়ে মুখ, বুক ও হাতের একাধিক অংশের চামড়া ঝলসে গিয়েছে। 
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment