বিজেপি সভাপতি অমিত শাহের নিজের বাবার সার্টিফিকেট আছে? NRC ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়



আজ নবান্ন থেকে NRC ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন "এতো গুলি মানুষ এখন কোথায় যাবে ,বাংলাদেশ যদি এদের না নেয় তো কি হবে, ভারত সরকারের উচিত ছিল বাংলাদেশের সাথে বসে আলোচনা করা

বিজেপি সভাপতি "অমিত শাহের নিজের বাবার সার্টিফিকেট আছে তো?"  অসমে জাতীয় নাগরিক পঞ্জিকরণ (NRC) ইস্যুতে নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অসমে নিজেকে ভারতীয় প্রমাণ করতে প্রতি বাসিন্দাকে দেখাতে হচ্ছে জন্ম ও মৃত্যুর শংসাপত্র।
শুধু তাই নয়, কোনও কোনও ক্ষেত্রে পিতামহ, মতামহেরও জন্মের শংসাপত্র চাওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়ে মমতার বক্তব্য, ''আরে আমার কাছেও তো আমার বাবার 'বার্থ সার্টিফিকেট' নেই। ৪০ বছর আগে মারা গিয়েছেন।

শুধু বিজেপির সর্বভারতীয় অমিত শাহ-ই নয়, কত জনের বাবা-মায়ের সার্টিফিকেট আছে তা ব্যাখ্যা করতে গিয়ে মমতা টেনে আনেন নেতাজি সুভাষ চন্দ্র বসু (যদিও পরে বলেছেন নেতাজির থাকলেও থাকতে পারে) এবং মহত্মা গান্ধীকে। মমতার কথায়, ''স্বামী বিবেকানন্দের বাবা-মায়ের জন্ম কবে .।''

মমতার বক্তব্য, স্বাধীনতার ৭২ বছর পর কেন্দ্রে বিজেপি সরকারের এনআরসি-এর কথা মনে পড়ল। এই জন্যই সবাই দিনে দিনে গো-রক্ষক হয়ে যাচ্ছে। কেউ কী জি়জ্ঞাসা করেছে, সারা বিশ্বে আরএসএস বিজেপির এত শাখা কী করে জন্ম নিল?

মমতার কথায়, ''বিজেপি পার্টিটার জন্যই NRC চালু করা উচিত। ওরা ভোটের দিকে তাকিয়ে রাজনীতি করছে। ভোট এলেই ভারত-পাকিস্তান। ক্রিকেট ছেড়ে এখন ছায়াযুদ্ধ চলছে। আমার কথা, কেন তৃণমূল এমপি'দের অসমে আটকানো হল। এরকম কী করা যায়। আমার এখানে হলে আমি আটকাতাম না।

বাংলায় অনেক মারোয়ারি থাকেন। আমি কী তাদের বার করে দিতে পারি। গায়ের জোরে মানুষকে শরণার্থী বলা হচ্ছে। ১৯৭১ সালের মার্চ মাস পর্যন্ত যারা ভারতে অসেছেন, তারা ভারতীয়।''

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment