দুর্ঘটনায় গাড়ি খাদে পড়ে মারা গেলেন ৪ ফুটবলার, মারাত্মকভাবে জখম ৫ জন



ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন ৪ ফুটবলার। মারাত্মকভাবে জখম হয়েছেন আরও ৫ জন।

পূর্ব সিকিমের ডিকচু-রাকডং রোডে খামডংকের কাছে ফুটবলারদের গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে  বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ম্যাচ খেলে ফেরার পথে গাড়ি খাদে পড়ে মারা গেলেন ৪ ফুটবলার। পূর্ব সিকিমের খামডংকের কাছে ফুটবলারদের গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। ৪ জন ফুটবলারই সিকিম ফুটবল দলের সদস্য ছিলেন। শুক্রুবার বিকেল ৩টে নাগাদ ৯ জন ফুটবলারকে নিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। গাড়ি দুর্ঘটনার ফলে ৫ ফুটবলার গুরুতর জখম হয়েছেন।

প্রচুর বৃষ্টি হয়েছে পূর্ব সিকিমের বিভিন্ন অঞ্চলে। স্বভাবতই পাহাড়ি রাস্তায় বৃষ্টি ফলে যোগাযোগ আরও জটিল হয়ে গিয়েছে। স্বাধীনতা দিবষ উপলক্ষ্যে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজিত হয়েছিল পূর্ব সিকিমে।

এই টুর্নামন্টে ভাগ নিতেই সিকিমের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন ফুটবলাররা। ম্যাচ শেষে ফেরার সময় ফুটবলারেদর গাড়িটি খাদে পড়ে। ইতিমধ্যেই মৃতদের শনাক্তকরণ করা হয়েছে। ‌

এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে অনেকেই জানিয়েছেন টানা বৃষ্টি বিপদ বাড়িয়েছে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment