Blue Whale গেমের আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই ফের অনলাইন প্রানঘাতি গেমের আতঙ্ক ছড়িয়েছে । এবার আতঙ্কের নাম Momo। মূলত Whatsapp এর মাধ্যমে ভাইরাল হচ্ছে এই প্রানঘাতি গেমটি।
বিভিন্ন দেশের সাইবার অথরিটি Momo চ্যালেঞ্জ নিয়ে ইতিমধ্যে দুশ্চিন্তায় পড়েছে। আর্জেন্টিনায় এরই মাঝে ১২ বছর বয়সী এক মেয়ে এই গেমের ফাঁদে পড়ে প্রাণ হারিয়েছে বলে খবর। তার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, আর্জেন্টিনা, মেক্সিকোর মতো দেশগুলোতে অনলাইন গেমের ক্ষেত্রে সতর্কতা বাড়ানো হয়েছে।
এই Momo চ্যালেঞ্জ আসলে কি?
যাঁকে টার্গেট করা হবে তাঁকে হোয়াটস অ্যাপে পাঠানো হবে একটা লিঙ্ক। টেক্সট করে তাঁকে অজানা এক নাম্বারে Momo লিখতে বলা হবে। Momo লিখে টেক্সট করার মানে সে এই গেমে অংশ নিতে আগ্রহী। এর পর থেকেই গেমার বিভিন্ন রকম ভূতুড়ে ছবি পেতে শুরু করবে। সঙ্গে একের পর এক চ্যালেঞ্জ।
Blue Whale এর মতোই এই গেমও শেষ হবে মৃত্যু দিয়ে। মানে কোনও না কোনও অছিলায় আত্মহত্যা করতে বাধ্য করানোই আসল উদ্দেশ্য।
Whatsapp কন্যা Momo কে?'
রেডিট বলছে, 'একটি ভিডিও পেয়েছি এটি সম্পর্কে এবং এটি ভীতিকর'। সবচেয়ে জনপ্রিয় উত্তর ছিল, স্প্যানিশভাষী কোনও দেশ থেকে একজন ইনস্টাগ্রাম থেকে একটি ছবি নিয়ে Whatsapp অ্যাকাউন্ট তৈরি করে। লোকজন সেখান থেকে একটি নম্বর পায় ও গুজব ছড়িয়ে পড়ে যে কেউ একে স্পর্শ করলে সে তাকে গ্রাফিক ছবি ও বার্তা দেবে। কেউ কেউ বলেন যে, ব্যবহারকারীর সব ব্যক্তিগত তথ্যে তার প্রবেশাধিকারের সুযোগ আছে।
বহু মানুষ Momo এর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছে এবং এমন বহু ছবি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে প্রকাশিত হয়েছে। মেক্সিকোর পুলিশের দাবি, কেউ Instagram থেকে ওই অনুষ্ঠানের ছবি নিয়ে সেটাকেই কেটে কুটে এমন বানিয়েছে

0 comments:
Post a Comment