গ্রেফতার 'Kissing Baba', মহিলাদের চুম্বন করে সমস্যার সমাধান



মহিলাদের সঙ্গে অশালীন আচরণ ও ভক্তদের দুর্বলতার সুযোগ নেওয়ার অভিযোগে অসমে গ্রেফতার  ঠগ এই স্বঘোষিত ধর্মগুরু 'Kissing Baba'।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের আসল নাম রাম প্রকাশ চৌহান। তার মাকেও গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে।

অসমে মরিগাঁও জেলায় ভোরালটুপ গ্রামে নিজের আশ্রম খুলে বসেছিল রাম প্রকাশ। নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে দাবি করত।

সেই অলৌকিক ক্ষমতার বলেই মহিলাদের চুম্বন করে সে সমাধান বাতলে দিত। আর তাই তার নাম হয়ে যায় কিসিং বাবা। মহিলাদের বৈবাহিক সমস্যার সমাধানও সে করত বলে শোনা গিয়েছে। আর এসবই করত চুম্বনের মাধ্যমে।

তার কিস থেরাপি নিতে মহিলাদের ভিড়ও বাড়ছিল। অবশেষে অভিযোগ পেয়ে পুলিশ হস্তক্ষেপ করে। মহিলাদের সঙ্গে অশালীন আচরণ ও ভক্তদের দুর্বলতার সুযোগ নেওয়ার অভিযোগে রাম প্রকাশ ও তার মাকে গ্রেফতার করা হয়েছে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment