হেরে গেল Facebook, ছিটকে পড়ল জনপ্রিয় ওয়েবসাইট তালিকা থেকে



জনপ্রিয় ওয়েবসাইটগুলির তালিকা থেকে ছিটকে পড়ল Facebook।

আমেরিকাতে গত দুই বছরে  Facebook পেজ ভিসিটরের সংখ্যা কমে হয়েছে প্রায় অর্ধেকের কাছাকাছি।

দীর্ঘদিন ধরে দ্বিতীয় স্থান দখলে ছিল Facebook এর। এবার সেই স্থানে YouTube।

যদিও ধীরে ধীরে পরির্বতন আসছে পুরনো ছবিতে। Facebook ফিরছে নিজস্ব ছন্দে। তবে, একধাক্কায় হওয়া ক্ষতিপূরণকে সামাল দিতে যথেষ্ট নয় অর্জিত লভ্যাংশ।

Facebook জানাচ্ছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে উত্তর আমেরিকাতে ডেইলি অ্যাকটিভ ইউজারের সংখ্যায় কোনরকম ইতিবাচক পরিবর্তন চোখে পড়েনি।

অন্যদিকে, ইওরোপে ডেইলি অ্যাকটিভ ইউজারের সংখ্যা কমে গিয়েছে অনেকাংশে।

Facebook এর বাজার পড়লেও তরতড়িয়ে বেড়েছে YouTube এর ভিউয়ারসিপ। অন্যদিকে, মার্কিন যুক্তরাস্ট্রে বৃহত্তম ওয়েবসাইট হিসেবে Google এর নাম সামনে এসেছে। যার অবস্থানে পরিবর্তন হয়নি।

সূত্রের খবর, খুব শীঘ্রই আরও একটি বদল আসতে চলেছে। যেখানে Amazon রিপ্লেস করবে Yahoo কে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment