ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-২ ব্লেক। পাথরপাড়া-৪ গ্রাম পঞ্চায়েতে সোমবার বোর্ড গঠনের দিন ছিল। কিন্তু বিকেল চারটের সময় শেষ খবর পাওয়া পর্যন্ত বোর্ড গঠন করা যায়নি।
ফলে ওই গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা। তবে তৃণমূলের তরফে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ওই গ্রাম পঞ্চায়েতে মোট আসনের সংখ্যা ১০টি আসন। তৃণমূল ৫ টিতে, বিজেপি ৪ টিতে জয় লাভ করে। ১ টি আসন যায় নির্দলের দখলে।
কিন্তু বোর্ড গঠনের কয়েকদিন আগে আচমকা পরিস্থিতির বদল ঘটে। তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। ২ জন সদস্য দল ছাড়েন। বিজেপিতে যোগদান করেন। ফলে ওই পঞ্চায়েতে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হয়। তার পরই বিজেপির রুমা মান্নাকে প্রধান পদে মনোনীত করা হয়।
কিন্তু পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে বিজেপির মনোনীত প্রধানকে অপহরণের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।

0 comments:
Post a Comment