কংগ্রেস অধীরের গড়ে মুর্শিদাবাদে পাপড়ি মেলল পদ্ম, পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি



কংগ্রেস অধীর গড়ে এবার পঞ্চায়েতের বোর্ড গঠন পর্বে কংগ্রেসকে টেক্কা দিয়ে মুর্শিদাবাদে পাপড়ি মেলল পদ্ম। বেলডাঙ্গার মহুলা এক নম্বর ও শক্তিপুরের সাটুই চৌরিগাছা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি।

পঞ্চায়েত নির্বাচনেই স্পষ্ট রাজ্যের দ্বিতীয় শক্তি এখন গেরুয়া বাহিনী। পদ্ম পুষ্ট হয়েছে বামেদের ভোটে। শক্তি কমতে কমতে কংগ্রেস প্রায় সাইন বোর্ড।

মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙ্গার মহুলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি। এই পঞ্চায়েতে রয়েছে মোট ১৮ টি আসন। ভোটে ১৪ টি আসন পায় বিজেপি এবং শাসক দলের দখলে যায় বাকি ৪টি আসন।

স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে পঞ্চায়েতে বোর্ড দখল করে বিজেপি। প্রধান নির্বাচিত হন বিজেপির অনুপ সাহা।

পাশাপাশি এদিন পঞ্চায়েত বোর্ড গঠন হয় শক্তিপুরের সাটুই চৌরিগাছা গ্রাম পঞ্চায়েতেও। ১৭ আসন বিশিষ্ট্য এই পঞ্চায়েতে বিজেপি দখল করে ১১ টি আসন। ৬টি আসন পায় তৃণমূল প্রার্থীরা। মঙ্গলবার এই পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হন বিজেপির সুব্রত সিনহা।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment