'হিন্দু শ্রীরামও নির্যাতন করেছিলেন সীতাকে সেখানে তিন তালাক কিছুই নয়', মন্তব্য কংগ্রেস নেতার



তিন তালাকের জন্য আর যাতে মুসলিম মহিলাদের না ভুগতে হয়, সেই চেষ্টা করছে মোদীর কেন্দ্রীয় সরকার।  কংগ্রেসের এক বর্ষীয়ান নেতা সাংসদ হুসেন দালওয়াই বলেছেন, স্বয়ং হিন্দু শ্রীরামও সীতার উপর সন্দেহ করেছিলেন। সেখানে তিন তালাকের মতো ঘটনা খুব বড় কিছু নয়।

কংগ্রেসের সাংসদ হুসেন দালওয়াই এই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, মোদি সরকার মুসলিম মহিলাদের উন্নতি নিয়ে চিন্তিত নয়। মহিলাদের ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়ে তারা চোখে ধুলো দিতে চাইছে বলে মন্তব্য করেন তিনি। সাংসদ আরও বলেন, "প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে মহিলারা নির্যাতিত হন। শুধু মুসলিম নয়। হিন্দু, খ্রিস্টান, শিখ প্রত্যেক সমাজই পুরুষতান্ত্রিক।

এমনকী হিন্দু শ্রীরামও একসময় সীতার উপর সন্দেহ প্রকাশ করেছিলেন। তাই আমাদের গোটা ব্যাপারটাই পালটাতে হবে।"

মহারাষ্ট্রের কংগ্রেসের এই নেতা বলেছেন, কোনও সম্প্রদায়কে আঘাত করা তাঁর উদ্দেশ্য নয়। তিনি শুধু এটাই বলতে চেয়েছেন প্রাচীন ভারতে হিন্দু মহিলারাও নির্যাতিত হয়েছেন। তিনি নিজে তিন তালাকের ঘোর বিরোধী।

তিন তালাক বিল শুক্রবার রাজ্যসভায় পাশ হওয়ার কথা ছিল। কিন্তু তিনটি সংশোধনী আসার পরও বিল পাশ করানো নিয়ে সংশয় ছিল শাসক শিবিরে। কারণ বিরোধীদের অনেকেই চাইছিলেন না এই অধিবেশনে বিল পাশ হোক।

সরকারের অভিযোগ, বিরোধীদের অসহযোগিতার কারণেই বিল পাশ করানো গেল না। যদিও বিজেপি সূত্রের খবর, বিল পাশ করানো নিয়ে এখন আগের তুলনায় অনেকটাই নমনীয় সরকার। আগামী দিনে আরও কিছু সংশোধনী এনে শীতকালীন অধিবেশনে আবার পেশ করা হবে যাতে বিরোধীদের আর কোনও আপত্তির জায়গা না থাকে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment