প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর স্মরণসভা বাতিল, বিক্ষোভ বিজেপি কর্মীদের, অভিযোগ তৃণমূলের ষড়যন্ত্রের



উত্তর ২৪ পরগণার বারাকপুরে অনুমতি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে বাতিল করা হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণ সভার কর্মসূচি।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভার কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি।

বিজেপি ও বি সি মোর্চার এই কর্মসূচি সুকান্ত সদন অডিটোরিয়ামে করার কথা ছিল। আচমকাই তা বাতিল হওয়ায় উত্তেজিত বিজেপি কর্মীরা সুকান্ত সদনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।

এরপরেই শুরু হয় হাতাহাতি, সংঘর্ষ। পরে কয়েকশ তৃণমূলকর্মী ওই বিক্ষোভকারী বিজেপি কর্মীদের ধাক্কা দিয়ে সুকান্ত সদনের সামনে থেকে হঠিয়ে দেয়।

বিজেপি কর্মীদের অভিযোগ টিটাগড় থানার পুলিশের সামনেই সেই ঘটনা ঘটে। এদিকে বারাকপুর পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, সুকান্ত সদন অডিটোরিয়াম হলে হঠাত্‍ই বিদ্যুত্‍ বিভ্রাট হওয়ায় এই অডিটোরিয়ামটি বৃহস্পতিবার কাউকেই ব্যবহার করতে দেওয়া যায়নি। ফলে ওই বিজেপি রাজনৈতিক দলের কর্মীদের সুকান্ত সদনে প্রবেশাধিকার দেওয়া হয়নি।

সুকান্ত সদন অগ্রিম ভাড়া নিয়ে এই কর্মসূচি ঘোষনা করেছিল বিজেপি ও বি সি মোর্চার সদস্যরা। বৃহস্পতিবার এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কিন্তু শেষ পর্যন্ত বারাকপুর পুরসভা সুকান্ত সদনে বৃহস্পতিবার দুপুরে কোন অনুষ্ঠান বা কর্মসূচি করতে দেবে না বলে সাফ জানিয়ে দেয়।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভা বাতিল হওয়ায় বারাকপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার পরেও মাঝ পথ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বারাকপুর সাংঠনিক জেলা বিজেপি ও বি সি মোর্চার দাবি, তারা বারাকপুর পুরসভা এবং টিটাগড় থানার পুলিশের কাছ থেকে তাদের কর্মসূচি পালনের জন্য অনুমতিও নিয়েছিল। এমনকি সুকান্ত সদন অডিটোরিয়াম ভাড়া বাবদ অগ্রিম ৩২৫০ টাকা জমা নিয়ে তার রসিদও নিয়েছিল।

তাই বিজেপির অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক কারনে তৃণমূল কংগ্রেস পরিচালিত বারাকপুর পুরসভা এবং স্থানীয় তৃণমূল কর্মীরা এই কর্মসূচি ভেস্তে দিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ভিত্তিহীন।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment