সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ নিতে ৬০০ জঙ্গি অপেক্ষায় রয়েছে ভারতে ঢুকবে বলে। এমনটাই জানা গেল গোয়েন্দাদের রিপোর্টে। ওই রিপোর্টে বলা হয়েছে, সীমান্তে প্রায় ৬০০ জঙ্গি অপেক্ষা করছে ভারতে ঢুকবে বলে।
দেশের একাধিক সীমান্তে এই পরিস্থিতি। প্রতিটি সীমান্ত এলাকায় তারা পৌঁছেও গিয়েছে। সুযোগ বুঝে সীমান্ত পেরিয়ে এখানে ঢুকে নাশকতামূলক কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ অহির জানিয়েছিলেন যে, জম্মু-কাশ্মীরে আইএস জঙ্গি নেই। তাতে খানিকটা স্বস্তি মিললেও গোয়েন্দাদের এই রিপোর্ট চাপে ফেলল কেন্দ্র ও সাধারণ মানুষকে।
স্বরাষ্ট্রমন্ত্রক বলছে, এই জঙ্গিরা পাকিস্তানের বাহিনী এবং পাকিস্তানের সেনার মদতে কাজ করে চলেছে।
এমনকী তারা নিজেদের মনে করছে যে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) সদস্য তারা। পাক অধিকৃত কাশ্মীরে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত তাতে খতম হয়ে গিয়েছিল সেখানের জঙ্গি ঘাঁটি।
একদিকে সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ নিতে অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বার্তা দিতে যে, ভারতের সঙ্গে কোনও শান্তি বৈঠক করা যাবে না।

0 comments:
Post a Comment