দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, জামাই এর পুরুষাঙ্গ কেটে দিল শশুরবাড়ির লোকেরা



দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগড়ে দিল শশুরবাড়ির লোকেরা। জামাই এর পুরুষাঙ্গ কেটে দিল শশুরবাড়ির লোকেরা

ঘটনা টি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুশীহার গ্রামে। রায়গঞ্জ থানার রায়পুর গ্রামের বাসিন্দা চিরঞ্জিত্‍ বর্মন, পেশায় কাপড়ের ব্যবসায়ী।

সুশীহার গ্রামের মুক্তা বর্মনের সঙ্গে বিয়ে হয়েছিল। অভিযোগ বিয়ের পর থেকে চিরঞ্জিত্‍বাবু মদ্যপান করে স্ত্রীকে বেদম মারধোর করতেন।

গতকাল তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে যেতে চাইলে শশুরবাড়ির লোকেরা আপত্তি করেন। শশুরবাড়ির আপত্তি করলেও চিরঞ্জিত্‍বাবু মারধোর করে স্ত্রীকে নিয়ে যেতে চাইলে রুখে দাড়ায় শশুরবাড়ির লোকজন।

দীর্ঘদিন জমে থাকা ক্ষোভ উগড়ে দেয় শশুরবাড়ির লোকেরা। জামাইকে মারধোর করা ছাড়াও জামাই এর পুরুষাঙ্গ কেটে দিল শশুরবাড়ির লোকেরা।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রক্তাক্ত অবস্থায় চিরঞ্জিত্‍কে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন এলাকার মানুষ। রায়গঞ্জ থানায় শ্বশুড় সহ পাচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে চিরঞ্জিত্‍বাবুর পরিবারের লোকেরা । ঘটনার পর থেকে পলাতক মুক্তা বর্মনের পরিবার।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment