এবার থেকে ঋণ পেতে সাহায্য করবে গুগল। আবেদন করার সঙ্গে সঙ্গেই আমানতকারীরা যাতে ঋণ পান, তার জন্য ভারতীয় ব্যাঙ্কগুলিকে সাহায্য করবে গুগল। আমানতকারীর সংখ্যা বাড়াতেও ভারতীয় ব্যাঙ্কগুলি গুগল থেকে সাহায্য পাবেন।
মঙ্গলবার দিল্লিতে গুগল ফর ইন্ডিয়া অনু্ষ্ঠানে এমনটাই জানিয়েছেন সংস্থার 'নেক্সট বিলিয়ন ইউজার্স' উদ্যোগ এবং তার লেনদেন সংক্রান্ত বিভাগের ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত।
এজন্য ফেডারেল ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রার মতো চারটি ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে গুগল।
গুগলের লক্ষ্য, ভারতে যে লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের সকলকেই ব্যাঙ্কের ডিজিটাল লেনদেন ব্যবস্থার আওতায় এনে ফেলা। এর ফলে ব্যাঙ্ক ঋণ অনেক সহজে ও দ্রুত পেতে পারবেন আমানতকারীরা। গুগলের দাবি, আবেদন করার পরের মুহূর্তেই ঋণ পাবেন আমানতকারীরা।
নিজস্ব ডিজিটাল পেমেন্ট পরিষেবার প্রতি গ্রাহকদের আকর্ষণ করতেই এই পদক্ষেপ। এর মাধ্যমে ভারতে খুব সহজে যে কেউ ঋণ পেয়ে যাবে। এর আগে ২০১৭ সালে Tez App লঞ্চ করেছিল গুগল। যা কিনা রাষ্ট্রীয় সংযুক্ত পেমেন্ট ইন্টারফেস বা UPI ব্যবহার করার ফলে দক্ষিণ এশিয়ার বাজারে PhonePe ও BHIM এর সাথে ঝড় তুলেছিল। এদিনের অনুষ্ঠানে এই Tez অ্যাপটিকে GooglePay নামে পুনরায় লঞ্চ করা হয়।
তিনি আরও জানান, আগামিদিনে দেশের আরও বেশ কয়েকটি ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বাঁধবে গুগল, যাতে আরও বেশি করে ঋণ বা এই সংক্রান্ত পরিষেবা সাধারণ মানুষকে দেওয়া যায়।

0 comments:
Post a Comment