নিউটাউনের মেট্রো প্রকল্পে ডাকাতির ঘটনায় রবিবার রাতে ৫ জন বাংলাদেশি ডাকাতসহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে পুলিশ এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে৷ এই পর্যন্ত ডাকাতির ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করল পুলিশ৷
বিধাননগর কমিশনারেট এর গোয়েন্দা শাখার পুলিশ ও নিউটাউন থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে দমদমের ইটালগাছা ও ডানকুনি থেকে ৮ জনকে গ্রেফতার করে৷ যাদের মধ্যে ৫ জন বাংলাদেশি৷
ধৃত বাংলাদেশিরা বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরার বাসিন্দা৷ এদের বয়স ১৯ থেকে ২৩ এর মধ্যে৷
এরা হল আলামিন আহমেদ, ফারুক আলি সাপুই, আনারুল সাহাজি, সাবির আলি সরর্দার, মোহম্মদ সাহিন বিশ্বাস৷ পুলিশের অনুমান এরা প্রত্যেকে ভুয়ো নথি নিয়ে এদেশে বসবাস করছে এবং বিভিন্ন এলাকার কারখানা ও মেট্রো প্রকল্পে চুরি ও ডাকাতি করত৷

0 comments:
Post a Comment