অর্থনৈতিক বিশেষজ্ঞদের সব প্রত্যাশা ও হিসেবনিকেশ ছাপিয়ে উত্পাদন ও কৃষি ক্ষেত্রে দারুণ পারফরম্যান্স করে ১৫টি ত্রৈমাসিক পর এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি উঠল বা জিডিপির হার পৌঁছল ৮.২ শতাংশে।
শুক্রবার সরকারি তথ্যপ্রকাশ থেকে এমনটাই জানা গিয়েছে। যার ফলে বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাওয়া অর্থনীতির দেশের তালিকায় ভারত সবার উপরে রইল। চিন ছুতে পারলনা ভারতকে সেই পিছনেই পড়ে থাকল। চিনের বৃদ্ধির হার ৬.৭ শতাংশ।
মোট অভ্যন্তরীণ উত্পাদন বা জিডিপি এই আর্থিক ২০১৮-১৯ সালের প্রথম ত্রৈমাসিকে বেড়ে হল ৩৩.৭৪ লক্ষ কোটি টাকা। যেখানে ২০১৭-১৮ সালের শেষ ত্রৈমাসিকে ছিল ৩১.১৮ লক্ষ কোটি টাকা। যার অর্থ বৃদ্ধি হয়েছে ৮.২ শতাংশ হারে, যা প্রত্যাশার থেকেও বেশি।
উত্পাদন সেক্টরে এই ত্রৈমাসিকে রেকর্ড বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি বেড়েছে ১৩.৫ শতাংশ হারে। গতবছরে এই সময়ে এই বৃদ্ধির হার ছিল মাইনাস ১.৮ শতাংশ। কৃষি, বনসৃজন ও মত্স্য চাষের ক্ষেত্রে ৫.৩ শতাংশ হারে বৃদ্ধি হয়েছে যা ২০১৭-১৮ সালের প্রথম ত্রৈমাসিকে ছিল ৩ শতাংশ। খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, হোটেল, পরিবহণ, যোগাযোগের মতো ক্ষেত্রগুলিতেও বৃদ্ধির হার উল্লেখযোগ্য।

0 comments:
Post a Comment