ফের ভয়ানক ভূমিকম্পে কেপে উঠল দেশ, রিখটার স্কেলে মাত্রা ৬.৯



প্রবল ভূমিকম্পে কেপে উঠল দেশ।  দ্বিতীয়বার ফের ভয়াবহ কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপে।

এই দ্বীপ ৫ অগাস্ট ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছিল। যাতে এখনও পর্যন্ত ৪৬০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা দ্বীপ। ভূমিকম্পে দ্বীপে লক্ষাধিক মানুষ ঘর ছাড়া হয়।

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৯। মার্কিন ভূ-তাত্ত্বিক ইউএসজিএস এমনটাই জানিয়েছে। একই সঙ্গে মার্কিন জিওলজিক্যাল সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৭ দশমিক ৯ কিলোমিটার। কম্পনের জেরে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। হঠাত কম্পনে রাস্তায় নেমে পড়েন বহু মানুষ। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরা পড়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক ঘন্টায় বেশ কয়েকটি ছোটবড় কম্পন অনুভূত হয়েছে। যেমন কয়েক ঘন্টা আগেও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপ। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। তবে এই ভূমিকম্পে নতুন করে কেউ হতাহত বা কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাত্‍ক্ষণিকভাবে তা জানা যায়নি। ভূমিকম্পটির তীব্রতা দ্বীপের পূর্বাংশে বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন রাস্তায় বের হয়ে আসে।


Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment