ঘটনাটি বরানগর থানার অন্তর্গত আলমবাজার আর এন চ্যাটার্জি রোডের। নিজের দেড় বছরের মেয়ের গলার নলি কেটে খুন করে নিজেও আত্মঘাতী মা।
মৃত সোমা ভৌমিকের (৩২) স্বামী শুভজিত্ ভৌমিককে জিজ্ঞাসাবাদ চালায় বরাহনগর থানার পুলিশ।
অন্যান্য দিনের মতই মেয়ে অদিতিকে নিয়ে দুপুরে ঘুমোতে গিয়েছিলেন সোমা ভৌমিক। দীর্ঘক্ষণ হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় তার শাশুড়ির।
দরজা ভেঙে ঢুকতেই দেখা যায় বিছানায় মা ও মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে।
প্রতিবেশীরাই খবর দেন পুলিশে। খবর দেওয়া হয় মৃতার স্বামী শুভজিত্ ভৌমিকে।
তদন্তে নেমে আত্মহত্যার কারণ হিসাবে প্রতিবেশীদের একাংশের দাবি সাংসারিক অসান্তির জেরেই এই ঘটনা।
তবে পুলিশ বলছে, মৃত সোমা ভৌমিক মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

0 comments:
Post a Comment