কর্নাটক নির্বাচনের সময়ই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই যাত্রা করতে চান বলে জানিয়েছিলেন। এই সিদ্ধান্তের পিছনে কারণ হিসাবে তিনি জনসভায় বলেছিলেন, তাঁর বিমান যখন কয়েক হাজার ফুট ওপর ছিল তখন যান্ত্রিক সমস্যা হয়েছিল।
সেই সময় তিনি ভগবান শিবকে স্মরণ করেছিলেন। গুজরাট নির্বাচনের সময় তিনি বলেছিলেন, তিনি ব্রাহ্মণ এবং শিব ভক্ত। তাই এই কৈলাশ যাত্রা বলে তাঁর দাবি।
আগামী ৩১ অগস্ট তিনি কৈলাশের উদ্দেশ্যে যাত্রা করবেন। কংগ্রেস সভাপতি শপথ নিয়েছিলেন যে তিনি যাবেন কৈলাশ মানস সরোবরে। এবার সেই শপথের বাস্তবায়ন হচ্ছে।
কৈলাশে তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না বলেও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি।
দু'দিনের কেরল সফর সেরেই এই তীর্থযাত্রায় যাচ্ছেন তিনি। তবে নেপালের পথ ধরে তিনি কৈলাশ যাত্রা করছেন না। চীনের পথ ধরেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কৈলাশ পৌঁছবেন।

0 comments:
Post a Comment