অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মিলল সমাধান সূত্র। শুক্রবার থেকেই শুরু হবে শুটিং।
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিবাদ মিললো টলিপাড়ার বিবাদ মান দুই ঘোষ্ঠীর ।
স্বস্তির নিঃস্বাস ফেললো সিরিয়াল প্রিয় বাঙালি ঘরণীরা । ওই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আগামী কাল থেকেই শুরু হয়ে টলি পাড়া তে শ্যুটিং ,সমস্যা দেখভাল করে দেওয়ার জন্য তৈরী করে দেয়া হয়েছে একটি কমিটি তার চেয়ারম্যান হলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং চিফ এডভাইসর হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এই ছাড়াও আছেন অন্যান্য রা ।
সকলে মিলে প্রতি মাসে একটি করে বৈঠক করবেন। যাতে শিল্পী-কলাকুশলীদের প্রয়োজন, অসুবিধা আলোচনা হবে। আর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।
এই বিতর্কে গত ছয় দিন ধরে বন্ধ ছিল টেলিপাড়ার শুটিং। ঘটনার সূত্রপাত হয় শনিবার। শিল্পী-কলাকুশলীদের বকেয়া টাকা মেটাননি একদল প্রযোজক। এই অভিযোগ তোলা হয় আর্টিস্ট ফোরামের পক্ষ থাকে। অবিলম্বে টাকা মেটানোর দাবি জানানো হয়। শিল্পী-কলাকুশলীরা ফ্লোরে এসেও সেদিন কাজ করতে পারেননি। শনিবার থেকেই কার্যত অচল ভারতলক্ষ্মী, টেকনিশিয়ান, এনটিওয়ান-এর মতো ব্যস্ত স্টুডিও। প্রথমে অভিযোগ উঠেছিল শিল্পী-কলাকুশলীরাই কাজ করতে অনিচ্ছুক। কিন্তু বুধবার স্বরূপ বিশ্বাসকে পাশে নিয়ে আর্টিস্ট ফোরামের চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, শিল্পীরা কাজ করতে অনিচ্ছুক এ কথা ঠিক নয়। তাঁরা কেবল নিজেদের বকেয়া টাকা চেয়েছেন। সেই দাবিতেই অনড় শিল্পী ও কলাকুশলীরা। কিন্তু কাজ ফোরামের তরফে বন্ধ করা হয়নি। প্রযোজকদের তরফে বন্ধ করা হয়েছে।
এমন অবস্থায় স্টুডিওপাড়ার সংকটের জট কাটাতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সবপক্ষকে নিয়ে বৈঠকে বসেন তিনি। তারপরই সাংবাদিকদের জানিয়ে দেন শুক্রবার থেকে শুটিং শুরু হবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজেও সিরিয়ালের দর্শক। ফলে বাংলা সিরিয়ালের বন্ধ হওয়া কোনওভাবেই কাম্য নয়।

0 comments:
Post a Comment