প্রকাশ্য রাস্তায় বৃহন্নলাদের নগ্ন নাচ, ঘটনা দেখে আঁতকে উঠছেন অনেকে




প্রকাশ্য রাস্তায় নগ্ন হয়ে বৃহন্নলারাদের দাপাদাপি! কেউ নগ্ন অবস্থায় শুয়ে রাস্তার উপর। কেউ আবার অর্ধনগ্ন অবস্থায় রাস্তা দিয়ে চলা গাড়ির উপর উঠে নাচানাচি শুরু করেছেন। ৮-১০ জন বৃহন্নলাদের অদ্ভুত কাণ্ডে থমকে গেল রাজধানীর ট্রাফিক। পথচলতি মানুষ বুঝে উঠতে পারছিলেন না, হচ্ছেটা কী!

 শুধু থমকে যাওয়া নয়। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা দেখে রীতিমত আঁতকে উঠছেন অনেকে। সবার মনেই একটাই প্রশ্ন, অর্ধ-নগ্ন অবস্থায় করছেটা কি ওরা!

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অর্ধ- নগ্ন অবস্থায় বৃহন্নলারাদের কীর্তি-কলাপ। কারণ সেই সময়ে অনেকই মোবাইলে তাদের ভিডিও তুলে ফেলেন।

প্রতিবাদী বৃহন্নলারাদের অভিযোগ, সমাজিক কোনও সম্মান নেই। নেই অন্নসংস্থানের ঠিকঠাক ব্যবস্থা। প্রবল অসম্মান ও দারিদ্রের মধ্যে দিয়ে দিন গুজরান করতে হয় দিল্লির বৃহন্নলাদের একাংশের। তাঁদের ব্যাপারে সরকারেরও কোনও হেলদোল নেই। দীর্ঘদিন ধরে নিজেদের দাবি-দাওয়া আদায়ের চেষ্টায় একের পর এক কর্মসূচি নিয়েছেন রাজধানীর বৃহন্নলারা। কিন্তু কোনওভাবেই সরকারপক্ষের টনক নড়ছিল না। তাই কার্যত বাধ্য হয়েই এমন কাণ্ড ঘটালেন তাঁরা।

যদিও তাঁদের এমন প্রতিবাদের ধরণ নিয়ে সরব হয়েছে সমাজের বিভিন্ন মহল। প্রতিবাদের জেরে নাগরিক জীবনকে বিপর্যস্ত করার কোনও মানে হয় না। বলছে দিল্লির জনতা।

দিনের পর দিন সরকারকে নানা অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়না বলে অভিযোগ দিল্লির বৃহন্নলাদের একাংশের।

অন্যদিকে সময় যত গড়িয়েছে তত বেড়েছ ওদের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ে তান্ডব । এর পরই পুলিশ এসে তাদের সরানোর চেষ্টা করে। পুলিশ আসার পর তারা যেন আরও উগ্র হয়ে ওঠেন। দিল্লি পুলিশের এক আধিকারিকের কথায়, ওদের ওখান থেকে বারবার সরে যেতে বলা হয়। কিন্তু কোনও কথা কানেই তোলে না তারা। আইআইটি দিল্লি গেটের সামনে ওরা থাকে।

ওদেরকে সেখানে চলে যেতে বলা হয়। কিন্তু এর পরই ওরা আরও বেশি তাণ্ডব করতে শুরু করে। বেশ কয়েকজন বৃহন্নলাকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে দিল্লি পুলিশের তরফে তাঁদের জন্য এবার কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। দিল্লি পুলিশের যুব স্কিমের আওতায় হসপিটালিটি সেক্টরে এইসব বৃহন্নলাদের চাকরি দেওয়ার কথা ভাবা হচ্ছে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment