কাশ্মীর শ্রীনগরে ভারতের জাতীয় পতাকা ওড়ানোয় যুবকদের উপর হামলা



স্বাধীনতা দিবসের একদিন আগে উত্তেজনার পারদ চড়ল জম্মু-কাশ্মীরে। ভারতের জাতীয় পতাকা ওড়ানোকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শ্রীনগরের লাল চক। স্থানীয় পাকিস্তানপন্থি বাসিন্দাদের হাতে আক্রান্ত হতে হল দেশভক্ত কয়েকজন যুবককে।

তাদের মারধর করার অভিযোগ উঠল পাকিস্তানপন্থি স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পুলিশ গ্রেপ্তার করেছে ওই সমস্ত দেশভক্তদেরই।

নিশ্চিন্তে এলাকা দাপাচ্ছে জাতীয় পতাকা ওড়ানোর বিরোধিতা করা পাকিস্তানপন্থি অভিযুক্তরা। যা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, দেশভক্তি কি তাহলে অপরাধ?

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে লাল চক মোড়ে দেশের জাতীয় পতাকা ওড়াতে যান কয়েকজন যুবক।

বিষয়টি নজরে আসতেই প্রথমে,  পাকিস্তানপন্থি স্থানীয় বাসিন্দারা ওই যুবকদের থামানোর চেষ্টা করে। পরে বচসা থেকে শুরু হয় মারধর। ঘটনাস্থলে আসে পুলিশ।

কিন্তু, এক্ষেত্রে কার্যত সকলকে অবাক করে তাঁরা। পতাকা ওড়ানোর বিরোধী গোষ্ঠীর কাউকে গ্রেপ্তার না করে পুলিশ গ্রেপ্তার করে তেরঙ্গা ওড়াতে চাওয়া গোষ্ঠীর সদস্যদের।

আর পুলিশের এই ভূমিকাই উস্কে দিয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, দেশের পতাকা লাগালে কোন আইনের ধারায় পুলিশ গ্রেপ্তার করতে পারে?

যারা দেশের পতাকার অসম্মান করল এবং স্বাধীনতা দিবসের আগে তেরঙ্গা ওড়ানোর বিরোধিতা করল, তাদের বিরুদ্ধে কেন পুলিশ কোনও ব্যবস্থা নিল না?
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment