স্বাধীনতা দিবসে ভারতীয় গান, নিন্দার ঝড় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের বিরুদ্ধে



সমালোচনার মুখে পড়লেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। টুইটারে এখন তাঁকে নিয়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। পাকিস্তানের স্বাধীনতা দিবসে ভারতীয় গান গাওয়ার জন্য বিতর্কে জড়িয়েছেন আতিফ।

রিপোর্টে প্রকাশ, পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে চলতি মাসের গোড়ায় নিউইয়র্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে আমন্ত্রিত ছিলেন আতিফ আসলাম।

সেই অনুষ্ঠানেই ভারতীয় গান 'আজব প্রেম কি গজব কাহানি' ছবির 'তেরা হোনে লগা হুঁ' গাইতে শোনা যাচ্ছে বলিউডের পাকিস্তানি গায়ককে। এরপর থেকেই আতিফকে ঘিরে শুরু হয় কড়া সমালোচনা ও নিন্দার ঝড়।

একজন পাকিস্তানি হয়ে সে দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আতিফ কীভাবে ভারতীয় গান গাইলেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। এমনকী আতিফের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলা হয় পাক নেট জনতা এবং সে দেশের সংবাদমাধ্যমের তরফে।

যদিও এরপর আতিফের পাশে দাঁড়িয়েছেন অপর পাকিস্তানি তারকা গায়ক শফকত আমনত আলি । যিনি নিজেও বেশ কিছু ভারতীয় গান গেয়েছেন ।

শফাকতের পোস্টের পর অবশ্য কিছু মানুষ আতিফের পাশেও দাঁড়িয়েছেন তাঁরা আতিফকে প্রকৃত দেশপ্রেমী বলেছেন । আরও মেনেছেন আতিফ প্রতিভাবান বলেই কোনও দেশের সীমান্ত তাঁকে আটকে রাখতে পারে না ।

চিত্র সমালোচক ওমের আলাভিও সমর্থন করেছেন আতিফকে। তিনি বলেছেন, বলিউডের অনেক ছবিই পাকিস্তানের প্রেক্ষাগৃহ বা টেলিভিশনে দেখানো হয়। ফিল্ম বা মিউজিকের কোনও সীমারেখা হয় না। পাকিস্তানিরা কি ভারতের ছবি দেখে না? রোজ ভারতীয় ধারাবাহিক কি পাকিস্তানের টেলিভিশনে সম্প্রচারিত হয় না? তাহলে কেন এমন মনোভাব? প্রশ্ন তুলেছেন তিনি।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment