জলপাইগুড়ি, ছেলেধরা সন্দেহে চার মহিলাকে বিবস্ত্র করে মারধর৷ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় জেলায়৷ ধূপগুড়ির ডাউকিমারির ঘটনা৷
পরে ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে ওই চার মহিলাকে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করে৷ উদ্ধার করে নিয়ে যায় তারা৷ পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই মহিলার দলটি ধূপগুড়ি এলাকায় চুরি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল৷ গ্রেফতার করা হয় চারজনকেই৷
এর আগেও এই চারজনের বিরুদ্ধে চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ওঠে৷ ধৃত চার মহিলাকে জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে তোলা হয়৷ বিচারক ধৃতদের মধ্যে দু’জনকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন৷ বাকি দু’জনকে ১৪ দিনের জেল হেফাজত দেয় আদালত৷
জলপাইগুড়ির পুলিশসুপার অমিতাভ মাইতি জানান, ‘‘চার মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই নিউ জলপাইগুড়ি এলাকার বাসিন্দা৷ এর আগেও চুরির ঘটনায় নাম জড়িয়েছিল তাদের৷ ধূপগুড়ি এলাকায় কাপড়ের দোকানে চুরি করতে এসেছিল। আমরা চারজনকেউ গ্রেফতার করি৷ আদালতে তোলা হয়েছে৷ তদন্তও চলছে৷’’
কিছুদিন আগেই মানসিক ভারসাম্যহীন এক আদিবাসী মহিলাকেও ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করেন এলাকার লোকজন৷

0 comments:
Post a Comment