জেএনইউ কাণ্ডে উমর খালিদ এবং কানাহাইয়া কুমারের শাস্তি বহাল রাখল বিশ্ববিদ্যালয়ের বিশেষ তদন্তকারী কমিটি।
আফজল গুরুর ফাঁসির বিরুদ্ধে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ২০১৬ সালে বিক্ষোভ দেখিয়েছিলেন উমর খালিদ-কানাহাইয়া কুমাররা।
যা নিয়ে গোটা দেশে বিক্ষোভ দেখা দিয়েছিল। বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। এরপর বিশ্ববিদ্যালয় শাস্তিস্বরূপ উমর খালিদ-সহ আরও দুই ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ১০০০০ টাকা জরিমানা করা হয় কানাহাইয়া কুমারকে।
এছাড়া আরও ১৩ জনকে বিশ্ববিদ্যালয় চত্বর আইন-শৃঙ্খলা ভাঙার অভিযোগে জরিমানা করা হয়। এরপরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দারস্থ হন কানাহাইয়া কুমাররা।
দিল্লি হাইকোর্ট জেএনইউ-কে নির্দেশ দেয়, বিশ্ববিদ্যালয় যেন গোটা বিষয়টি অ্যাপিলেট কর্তৃপক্ষের কাছে জানায়।
জানা গিয়েছে, অ্যাপিলেট কর্তৃপক্ষ কয়েকজন ছাত্রের শাস্তি কমালেও জেএনইউ-এর বিশেষ কমিটি কানাহাইয়া কুমার এবং উমর খালিদকে যে শাস্তি দিয়েছিল, তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

0 comments:
Post a Comment