কানাহাইয়া এবং উমর খালিদের শাস্তি বহাল, জেএনইউ বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটি



জেএনইউ কাণ্ডে উমর খালিদ এবং কানাহাইয়া কুমারের শাস্তি বহাল রাখল বিশ্ববিদ্যালয়ের বিশেষ তদন্তকারী কমিটি।

আফজল গুরুর ফাঁসির বিরুদ্ধে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ২০১৬ সালে বিক্ষোভ দেখিয়েছিলেন উমর খালিদ-কানাহাইয়া কুমাররা।

যা নিয়ে গোটা দেশে বিক্ষোভ দেখা দিয়েছিল। বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। এরপর বিশ্ববিদ্যালয় শাস্তিস্বরূপ উমর খালিদ-সহ আরও দুই ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ১০০০০ টাকা জরিমানা করা হয় কানাহাইয়া কুমারকে

এছাড়া আরও ১৩ জনকে বিশ্ববিদ্যালয় চত্বর আইন-শৃঙ্খলা ভাঙার অভিযোগে জরিমানা করা হয়। এরপরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দারস্থ হন কানাহাইয়া কুমাররা।

দিল্লি হাইকোর্ট জেএনইউ-কে নির্দেশ দেয়, বিশ্ববিদ্যালয় যেন গোটা বিষয়টি অ্যাপিলেট কর্তৃপক্ষের কাছে জানায়।

জানা গিয়েছে, অ্যাপিলেট কর্তৃপক্ষ কয়েকজন ছাত্রের শাস্তি কমালেও জেএনইউ-এর বিশেষ কমিটি কানাহাইয়া কুমার এবং উমর খালিদকে যে শাস্তি দিয়েছিল, তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment