হাজার হাজার কর্মীদের নিয়ে কংগ্রেস সভাপতি যোগ দিলেন বিজেপিতে



হাজার হাজার কর্মীদের নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় যোগ দিলেন বিজেপিতে।

শনিবার কয়েক হাজার কর্মী-‌সমর্থককে নিয়ে তিনি বিজেপি‌তে যোগ দিয়েছেন।

বালুরঘাট শহরে কংগ্রেস সভাপতি নীলাঞ্জনের হাতে বিজেপি-র পতাকা তুলে দিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

সেই সময় ওই ভবনে ছিলেন দলের মুকুল রায়, বিশ্বপ্রিয় রায়চৌধুরি-সহ জেলা নেতৃত্ব। এদিনের অনুষ্ঠানেই বিজেপির সহযোগী হিসাবে এনডিএ-তে যোগ দিলেন ইসলামপুরের প্রাক্তন বিধায়ক, প্রবীণ নেতা আবদুল করিম চৌধুরির দল বাংলা বিকাশবাদী কংগ্রেস।

অনুষ্ঠানে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তপনের সিপিএমের প্রাক্তন জোনাল সম্পাদক নীরদ দাস, দক্ষিণ দিনাজপুর আইএনটিটিইউসি-‌র প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মণ্ডল প্রমুখ।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment