এশিয়া কাপের সূচিতে অসন্তুষ্ট সহবাগ, বিরাটকে এশিয়া কাপ বয়কটের পরামর্শ



এশিয়া কাপের সূচিতে অসন্তুষ্ট সহবাগ,   বিরাটকে এশিয়া কাপ না খেলতে পরামর্শ শেওয়াগের

এশিয়া কাপের সূচি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন প্রাক্তন থেকে বর্তমান অনেকেই। এবার সেই তালিকায় জুড়ল আরেকটা নাম। বীরেন্দ্র শেহবাগ।

দুবাইয়ের প্রচণ্ড গরম। সব মিলিয়ে পরিস্থিতি পুরোপুরি বিরাট কোহলির দলের বিরুদ্ধে।

২০১৮ এশিয়া কাপের প্রকাশিত সূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করবে ভারত। এখনও সেই ম্যাচে কোন দল ভারতের বিপক্ষে খেলবে তা ঠিক হয়নি।

আর এই ম্যাচের পরের দিনই বিশ্ব ক্রিকেটের অন্যতম আর্কষণীয় ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

এশিয়া কাপের সূচি দেখে অসন্তুষ্ট সহবাগ জানান একটা ওডিআই ম্যাচ খেলার পর ২৪ থেকে ৪৮ ঘন্টা প্রয়োজন হয় পরের ম্যাচ খেলার ক্ষেত্রে।

সূচি বদলানো না হলে বিরাট কোহলিকে এশিয়া কাপ বয়কটের পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান।

পর পর দুদিনে দুটো ম্যাচ খেলা কিন্তু মুখের কথা নয়।'' শেহবাগ।

''এশিয়া কাপ খেলার জন্য এত উঠে-পড়ে লাগার কিছু হয়নি। বিরাটকে বলব, এশিয়া কাপ খেলার কোনও দরকার নেই। তার থেকে আসন্ন হোম-অ্যাওয়ে সিরিজগুলোর জন্য প্রস্তুতি নাও।

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment