আগামী লোকসভা ভোটে ২০টি আসনও পাবেনা তৃণমূল৷ দলটা উঠে যাওয়ার পর্যায়ে চলে যাবে৷
আর বিধানসভা ভোটে তৃণমূলই মুছে যাবে৷ রবিবার হলদিয়াতে বিজেপির যুবমোর্চার সভাতে এমন ‘ভবিষ্যৎবাণী’ই শুনিয়ে গেলেন বিজেপি নেতা মুকুল রায়৷
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য তৃণমূলের এক সময়ের চাণক্যর৷
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে দেশ ছাড়া করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এ মন্তব্যের পাল্টা এদিন মুকুল রায় বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষের মানচিত্র সমন্ধে ধারণা নেই বলে তিনি এমন মন্তব্য করছেন৷
লোকসভায় ৫৪২টা আসন৷ উনি সেখানে ২০টির কম আসন পাবেন৷ সেখানে এই ধরনের কথা বলা মানে বাতুলতা ছাড়া আর কিছু নয়৷’’
পাশাপাশি বিভিন্ন বিরোধী দলগুলিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সভা প্রসঙ্গে মুকুলের মন্তব্য, এই ফেডারেল ফ্রন্টের নেতা কে? রাহুল গান্ধী না অন্য কেউ- সেটা আগে ঘোষণা করতে হবে।
তৃণমূল বলে কোনও দল আছে! এটা একটা কোম্পানি৷ একজন এমডি, একজন ডিরেক্টর, আরেকজন কো-ডিরেক্টর৷ আর কে আছে দলে? ’১৯-এর লোকসভা নির্বাচনে এই কোম্পানি উঠে যাওয়ার আগের অবস্থায় পৌঁছে যাবে৷

0 comments:
Post a Comment