সমকামিতাকে বৈধতা সুপ্রিম কোর্টের, সমকামিতা অসামাজিক যা সমাজের মূল স্রোতের অংশ হতে পারে না : RSS



১৮৬১ সাল থেকে ব্রিটিশদের তৈরি ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) অনুসারে সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়ে এসেছে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুসারে সমকাম একটি দন্ডনীয় অপরাধ বলেই চিহ্নিত হয়েছিল৷ ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট একটি রায়ে সমকামিতাকে বৈধতা দিয়েছিল৷

২০১৩ সালে সমকামিতা অপরাধ বলে রায় দিয়েছিল সুপ্রিমকোর্ট৷  ২০১৮ সালে নিজেদের দেওয়া রায় পুনর্বিবেচনা করার কথা ঘোষণা করে শীর্ষ আদালত৷

বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ ঐতিহাসিক রায়ে ঘোষণা করে, ‘সমকামিতা অপরাধ নয়’৷

এদিকে রায় বের হওয়ার পরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরএসএসের শাখা সংগঠনগুলি প্রতিবাদ জানিয়েছে৷

সমকামিতা অপরাধ নয়, তবে একে মেনে নেওয়া যায় না বলেই জানিয়েছেন সংঘের সারা ভারত প্রচার প্রধান অরুন কুমার৷

সমকামিতাকে অপরাধ বলতে নারাজ হিন্দুত্ববাদী সংগঠনটির সর্বভারতীয় এক কর্মকর্তার কথায়, ‘‘দেখুন সুপ্রিম কোর্টের সঙ্গে আমরা সহমত৷ সমকামিতা কখনোই অপরাধ নয়৷ তবে এটি স্বাভাবিকও নয়৷’’ সমকামিতা সমাজের মূল স্রোতের অংশ হতে পারে না৷

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment