রাতভর জ্বলল কলকাতার বাগরি মার্কেট, নিয়ন্ত্রণে আসেনি বিধ্বংসী আগুন, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ



পুজোর আগে আরও এক দুর্ঘটনা কলকাতা শহরে। রাতভর জ্বলল শহরে বাগরি মার্কেট। ছ'তলা মার্কেট পুরোটাই ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।

কলকাতায় ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্য কলকাতার বাগরি মার্কেটে শনিবার রাত আড়াইটে নাগাদ আগুন লাগে।

ঘটনাস্থলে যায় দমকলের ৩০ টি ইঞ্জিন। দেরিতে পৌঁছনোর অভিযোগ দমকলের বিরুদ্ধে।

রবিবার সকাল হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভিতরে ভর্তি দাহ্য পদার্থ। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

এলাকার তিনটি বড় রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যে ছয়তলা বাড়িতে আগুন লেগেছে, তার অধিকাংশই আগুনের গ্রাসে চলে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে আগুন ছড়ানোর আশঙ্কা নেই বলে জানিয়েছেন দমকলের ডিজি।

 স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের গ্রাসে মার্কেটের একাংশের ইমারতে থাকা কাঁচ ভেঙে পড়তে থাকে। মাঝে মধ্যে অল্প বিস্তর বিকট শব্দও শোনা যায়। তবে আপাতত কোনও প্রাণহানির খবর নেই। যদিও পুজোর মুখে এমন ভয়াবহ আগুনে ব্যবসায়ীদের বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে।

আগুনের তীব্রতা এতটাই বেশি যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এখনও অবধি কোনও হতাহতের খবর নেই।



Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment