ভুল করে মিউজিক সিস্টেমের সাউন্ড বাড়িয়ে ফেলেছিলেন, তাতেই রেগে যায় স্বামী। সেজন্য মুসলিম মহিলাকে তিন তালাক দিল তার স্বামী । তারপর জোর করে সেই মহিলাকেই নিকাহ হালালার পর গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মোরাদাবাদে।
মহিলার বাপের বাড়ির লোকেরাও তাঁর পাশে দাঁড়িয়ে এই ঘটনার বিচার চেয়েছেন। অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। মহিলার অভিযোগ তাকে 'নিকাহ হালালা' করতে বাধ্য করা হয়।
মুসলিম সমাজে 'নিকাহ হালালা' হল একবার তালাক দেওয়ার পর স্বামী যদি সেই মহিলাকে আবার বিয়ে করতে চান তাহলে সেই মহিলাকে আগে অন্য এক পুরুষকে বিয়ে করতে হবে। সেই স্বামী তাকে তালাক দিলে তবেই তিনি তার আগের স্বামীর কাছে ফিরে যেতে পারবেন। এই মহিলার ক্ষেত্রেও তাই হয়। এবং সেটি করতে অস্বীকার করাতেই তাকে গণধর্ষণ করা হয়।
তাত্ক্ষণিক তিন তালাক সুপ্রিম কোর্টে নিষিদ্ধ ঘোষিত হলেও এখনও দেশের বিভিন্ন জায়গায় এই প্রথা চলছেই। এর ফলে এখনও বহু মুসলিম মহিলা বিপদে পড়ছেন।
মোরাদাবাদ থানার তদন্তকারী অফিসার জানালেন, 'আমরা খবর পেয়েছি। তদন্তও শুরু হয়েছে।মহিলার অভিযোগ তাকে তালাক দেন তার স্বামী। যদিও তার শ্বশুরবাড়ির লোকজন এই অভিযোগ অস্বীকার করেছেন। স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের দোষ প্রমাণিত হলে তাদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন অফিসার। তদন্ত চলছে, তদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে।

0 comments:
Post a Comment