ভয়ঙ্কর হ্যারিকেন ফ্লোরেন্সের জেরে বিপর্যস্ত ও লন্ডভন্ড মার্কিন যুক্তরাষ্ট্র



ভয়ঙ্কর হ্যারিকেন ফ্লোরেন্সের জেরে বিপর্যস্ত ও লন্ডভন্ড মার্কিন যুক্তরাষ্ট্র এখনও অবধি ছয় জনের মৃত্যু হয়েছে, প্রবল ঘুর্ণি ঝড়ে বিপর্যস্ত উত্তর এবং দক্ষিণ ক্যারোলিনার সমুদ্র উপকূলবর্তী এলাকা।

উত্তর ক্যারোলিনার বিপর্যয় মোকাবিলা দফতর জানাচ্ছে, এই ঝড়ের কারণে শুক্রবার থেকে প্রায় সাড়ে ৭ লক্ষ বাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন। এলাকাতে হাজার হাজার গাছ উপরে পড়েছে । প্রায় ষাট বছর পর এধরনের ঘূর্ণিঝড় হয়েছে বলে জানাচ্ছেন আবহবিদরা, ঝড়ের গতিবেগ ছিল ২৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। আগামী দু'দিন ধরে তোলপাড় করবে এই ঝড়।

ফিলিপিন্সের ছয় প্রদেশে 'সিগন্যাল ফোর' অ্যালার্ট জারি করা হয়েছে। জাপান মেটিরিওলজিক্যাল এজেন্সির হিরোশি ইশিহারা জানিয়েছেন, "এবছরের মধ্যে এটাই সবথেকে ভয়ঙ্কর ঝড়।"

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment