সিপিএমের প্রাক্তন বিধায়ক, যোগ দিলেন গেরুয়া শিবির বিজেপিতে



শুক্রবার সন্ধ্যেতে আগরতলা খোয়াই জেলাতে সিপিএমের প্রাক্তন বিধায়ক বিশ্বজিত দত্ত গেরুয়া শিবির বিজেপিতে যোগ দেন। ১৯৬৪ সালে সিপিএমের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি।

সিপিএমের ওপর দুর্নীতি এবং অপরাধমূলক কাজকর্মের অভিযোগ তুলে শিবির বদলালেন তিনি।

 তিনি অভিযোগ করেন, বিগত কয়েক বছর ধরেই তিনি দলের মধ্যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। এমনকি এরজন্য তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল।

সে সময় তাকে সরিয়ে প্রাক্তন এসএফআই নেতা নির্মল বিশ্বাসকে আনা হয়েছিল দলে। গত ১৮ এপ্রিল তিনি সিপিএম দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন।

গেরুয়া শিবিরে বিশ্বজিত দত্তকে শুক্রবার স্বাগত জানান বিজেপি ত্রিপুরা ইন-চার্জ সুনীল দেওধর।

বিজেপি নেতা সুনীল জানান, ত্রিপুরার ১০জন সত্‍ রাজনৈতিক নেতার মধ্যে বিশ্বজিত দত্ত অন্য়তম। প্রাক্তন এই সিপিএম নেতা সুদীর্ঘ রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment