মাঝেরহাট ব্রিজের তলা থেকে থেকে ভেসে আসছে আর্তনাদ 'কই হ্যায় কয়া?'



মাঝেরহাট ব্রিজের তলা থেকে থেকে ভেসে আসছে চাপা পড়া মানুষদের আর্তনাদ 'কই হ্যায় কয়া?'

 ব্রিজের তলায় মেট্রোর কর্মীদের অস্থায়ী ঘুমটি থেকে আওয়াজ ভেসে আসছে প্রথমে বুঝতে না পারলেও পরে উদ্ধারকর্মীরা ব্রিজের মধ্যে ছোট ফাটল তৈরি করে সার্চ লাইট দিয়ে খোঁজার চেষ্টা করে নিচে কেউ আটকে পড়েছেন কিনা। আবারও সেখান থেকে এল সাড়া।

জানা গিয়েছে মেট্রোর ওই অস্থায়ী ঘুমটিতে আনুমানিক ৫ জন আটকে পড়ে রয়েছে। আটকে পড়া এক জন ফোনও করেছে বলে জানা গেছে।

উদ্ধারকারীর দলের এক সদস্য জানিয়েছেন, যেখানে ব্রিজটি ভেঙে পড়ে তার নিচে একটি অস্থায়ী ঘুমটি ছিল। সেখানে দু'জন কর্মী আটকে পড়ে রয়েছেন।

ঘুমটির অবস্থান জানা গেলেও এখনও তাদের কাছে পৌছন যায়নি। তবে চেষ্টা চালিয়ে যাওয়া যাচ্ছে তাদের যতটা দ্রুত সেখান থেকে বের করে আনা।

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment