এবার কোপ পড়ল দেব অভিনীত 'হইচই আনলিমিটেড' ছবিটির উপর। এর আগে ,অমর্ত্য সেনকে নিয়ে তৈরি সুমন ঘোষের তথ্য চিত্রের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে। সেই সময় গুজরাত শব্দটি ঘিরে আপত্তি তোলে সিবিএফসি। আর এবার দেবের 'হইচই আনলিমিটেড' -এ ব্যবহৃত 'উত্তর প্রদেশ' শব্দটি নিয়ে আপত্তি তোলা হয়েছে।
সিবিএফসি-র নির্দেশে 'উত্তর প্রদেশ' শব্দটিকে ছবি থেকে ছাঁটতে রাজি হয়েছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।
সেন্সর বোর্ডের তরফ থেকে ছবিতে 'উত্তরপ্রদেশ' শব্দটি Mute করার নির্দেশ দিয়েছে। ওই শব্দটির ব্যবহারে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে-এমনই মত সেন্সর বোর্ডের। এই সংলাপে 'মরাল পুলিশ'-এর সঙ্গে 'উত্তর প্রদেশ' কথাটির সংযোগ রয়েছে। আর এই সংলাপেই আপত্তি সিবিএফসি-র।
কয়েকমাস আগে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবত নিয়ে কম কার্তি হয় নি, সিনেমার গান, দৃশ্য অনেক করতে বাধ্য করা হয় পরিচালক সঞ্জয়লীলা বনশালীকে, রাজপুতদের কোপেও পড়েছিলেন পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীরা।
বাংলা ছবি 'পিউপা'-ও সিবিএফসি-র গেরোয় পড়ে যায়। শেষমেশ পরিচালকে ও জুরি বিদ্যা বালানের সমস্যা কাটিয়ে ওঠে 'পিউপা'।

0 comments:
Post a Comment