উর্দু শিক্ষক নিয়োগ, ইসলামপুরে পুলিসের গুলিতে মৃত্যু আরও এক ছাত্রের



উত্তর দিনাজপুরের ইসলামপুরের স্কুলে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল আরও এক ছাত্রের। আজ শুক্রবার ভোরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাপস বর্মন নামে ওই ছাত্রের।

তাপস ওই দাড়িভিট হাইস্কুলেরই একাদশ শ্রেণির ছাত্র। গতকাল মৃত্যু হয় রাজেশ সরকার নামে এক প্রাক্তন ছাত্রের। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল দুই।

গতকাল বৃহস্পতিবার ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুল উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে। রাজেশ সরকার নামে এক প্রাক্তনীর ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ।

গতকাল আশঙ্কাজনক অবস্থায় তাপস বর্মণকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাপসের মায়ের দাবি, পুলিস গুলি ছুঁড়েছে। আর সেই গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর ছেলের মৃতের বাবা দাবি করেছেন, পুলিসের গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর ছেলে তাপসের।

মঙ্গলবার থেকে স্কুলে শিক্ষক নিয়োগকে নিয়ে বিক্ষোভের সূত্রপাত । বৃহস্পতিবার পরিস্থিতি আয়ত্তের বাইরে যায়। পুলিসের গুলিতে গুলিবিদ্ধ হয় তাপস। আশঙ্কাজনক অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোরে সেখানেই তাপসের মৃত্যু হয়েছে।

এছাড়া সৌরভ বর্মন নামে আরও এক ছাত্রের পায়ে গুলি লাগে। ইসলামপুর মহকুমা হাসপাতালে তার চিকিত্‍সা চলছে। এদিকে এই দুই ছাত্রের মৃত্যু তে দুই পরিবারে শোকের ছায়া নেমে গেছে।

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment