বহরমপুরে দেড় লক্ষ টাকা জাল নোট সহ পাচারকারী মোশারফ শেখকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ।বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কা।
ধৃতের কাছ থেকে দুই হাজার টাকার নোট ৭৫ টি উদ্ধার করা হয়েছে। যা মোট দেড় লক্ষ টাকা।
ফারাক্কা চর সুজাপুর গ্রামের বাসিন্দা মোশারফ শেখ শনিবার রাতে বহরমপুর হয়ে দৌলতাবাদের দিকে যাচ্ছিল। বেশ কয়েকদিন থেকে জাল নোট পাচার নিয়ে খবর আসতে থাকে পুলিশের কাছে। এদিন বহরমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, বহরমপুর থানার ঘুর্ণী এলাকা থেকে ওই মোশারফ শেখকে হাতেনাতে পাকড়াও করে।
মোশারফ শেখকে জেরা করলে জানা যায়, সে এক জাল নোট কারবারির কাছে এই টাকা পৌঁছতে দিতে যাচ্ছিল। নোটগুলি পায়ের মধ্যে অ্যাঙ্কলেটের ভিতর ভরে পাচার করছিল সে।

0 comments:
Post a Comment