প্রকাশ্যে নগ্ন করে মহিলার গোপনাঙ্গে লঙ্কাগুঁড়ো !



প্রকাশ্যে নগ্ন করে এক মহিলার গোপনাঙ্গে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল মহিলার বিরুদ্ধে। অসমের করিমগঞ্জ জেলার একটি আদিবাসী গ্রামের ঘটনা।

গত শুক্রবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিস।

শনিবার পর্যন্ত মোট ১৯ জন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও মূল অভিযুক্ত পলাতক তবে দ্রুত ধরা পড়বে আশ্বাস অসম পুলিসের ডিজি কুলাধার সইকিয়ার।

নিগৃহীতা বিধবা ওই মহিলা তাঁর শ্বশুরবাড়িতেই থাকেন। আদালতে তিনি অভিযোগ করেছেন, গত ১০ তারিখ ওই গ্রামেরই একদল মহিলা দরজা ভেঙে ঢুকে প্রথমে তাঁকে মারধর করে। তারপর তাঁকে নগ্ন করে তাঁর গোপনাঙ্গে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেয়।

অভিযুক্তদের পাল্টা অভিযোগ, নিগৃহীতা মহিলা গ্রামে বেআইনি মদ বিক্রি করে অসামাজিক কাজকর্মে জড়িত।

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment