বন্‌ধে উত্তপ্ত ইসলামপুর, বাসে আগুন, ভাঙচুর, পুলিশের গাড়িতে হামলা



ইসলামপুরের ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকা বন্‌ধে আজ উত্তপ্ত হয়ে উঠল ইসলামপুর। বাসে আগুন, ভাঙচুর।  পুলিশের গাড়িতে হামলা।

পুলিশের সাথে বিজেপি সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয় উত্তর দিনাজপুরের ইসলামপুর। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ বিজেপি কর্মীদের।

দাড়িভিটে বিক্ষোভে সামিল হন নিহত ছাত্র তাপস বর্মণের মা। তাঁর সঙ্গে ছিলেন গ্রামবাসীরা। 

ইসলামপুরের বিভিন্ন জায়গায় সকাল থেকেই পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। রাস্তায় গাড়ির টায়ার ফেলে তা জ্বালিয়ে দেওয়া হয়। 

উত্তরবঙ্গ পরিবহণ নিগমের একটি বাসে ব্যাপক ভাঙচুর করা হয়। বাসের জানলায় ঢিল ছুড়তে থাকেন বিক্ষোভকারীদের একাংশ। ভেঙে গুঁড়িয়ে যায় জানলার কাচ। তাতে আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে দৌড়ে পালাতে থাকেন যাত্রীরা।

বাসের তেলের ট্যাঙ্কে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বাসটি।

বিক্ষোভকারীদের মধ্যে থেকে রাজ্য যুব বিজেপি-র সভাপতি দেবজিত্‍ সরকারকে আটক করে পুলিশ।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment