ভারতে আগামী বছরের মধ্যে 100 GBPS নেট স্পিড, ISRO-র হাত ধরে



রিলায়েন্স জিও আসার পর ইন্টারনেটের সংজ্ঞাই পাল্টে গিয়েছে 4G স্পিড, চোখের নিমেষে ডাউনলোড।

এবার আগামী এক বছরের মধ্যে নেট দুনিয়ায় ম্যাজিক দেখাবে ইসরো। নেট স্পিড হবে ১০০ জিবিপিএস। প্রতি সেকেন্ডে ১০০ জিবি! এমনটাই দাবি করেছেন খোদ ইসরোর চেয়ারম্যান কে সিভান। কাশ্মীর থেকে কন্যাকুমারী একেবারে হাওয়ার গতিতে ছুটবে ইন্টারনেট।

এক কনভোকেশন সেরিমনিতে গিয়ে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান দাবি করেন, দুর্দান্ত নেট স্পিড আর ভারতীয়দের কাছে অধরা থাকবে না। এবছরেই হবে লক্ষ্যপূরণ।

তিনটি স্যাটেলাইট লঞ্চ করার অপেক্ষা। আগামী এক বছরের মধ্যেই তিনটি GSAT কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করা হবে। এবছরেই লঞ্চ করা হবে GSAT-11 ও GSAT-29, আর ২০১৯-এ পাঠানো হবে GSAT-20. এই তিন স্যাটেলাইট মিলে গোটা দেশে ১০০ জিবিপিএস নেট স্পিড দেবে

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment