স্ত্রী-এর প্রেমিকের সঙ্গে বিয়ে স্ত্রীর, বিয়ে দিল স্বামী



বছর চারেক আগে বিয়ে হয় । তাঁদের মেয়ের বয়স এখন তিন বছর। এদিকে বিয়ের পরে স্থানীয় যুবক সুনীল চৌধুরীর প্রেমে পড়েন সবলুর স্ত্রী নিতু। কোনওমতেই প্রেমিক সুনীলকে ছাড়তে রাজি ছিলেন না নিতু।

কিছুতেই মেনে নিতে পারেননি অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর পরকীয়া, ঝগড়া করতেন স্ত্রী নিতুর সাথে। তবে সময়ের সাথে সাথে সবলু শর্মা অনুভব করলেন বচসায় কিচ্ছু হবে না, এতে কেউ সুখি হবেনা। উল্টে শুধু কলহই বাড়বে।

তাই বড় সিদ্ধান্ত নিলেন আসানসোল গোপালপুরের এই যুবক সবলু, স্থানীয় একটি মন্দিরে  নিজের উদ্যোগে স্ত্রী-এর প্রেমিক সুনীলের সঙ্গে বিয়ে দিলেন তার স্ত্রী নিতুর। তিন বছরের শিশুকন্যাকে আপাতত নিজের কাছে রেখেছেন।|
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment