বনধে আটকে অ্যাম্বুলেন্স, মৃত ২ বছরের শিশু, মৃত্যুর দায় কার?



পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সোমবার দেশজুড়ে ছিল ভারত বনধ। নীতীশের রাজ্যেও তার প্রত্যক্ষ প্রভাব দেখা গিয়েছে। এ দিন জেহানাবাদেও পথে নেমে প্রতিবাদ করতে দেখা যায়  বিক্ষোভকারীদের। যার জেরে অচল হয়ে পড়ে যানবাহন।

ট্রাফিক জ্যামে বহুক্ষণ আটকে ছিল অ্যাম্বুলেন্স হাসপাতাল পর্যন্ত যেতে না পেরে। মাঝ রাস্তায় প্রাণ খোয়াতে হল দু’বছরের শিশুকে। ‘সৌজন্যে’ ভারত বনধ। এমন মর্মান্তিক ঘটনা ঘটল বিহারের জেহানাবাদে।

 মৃত শিশুর বাবা অভিযোগ করেন, ট্রাফিক জ্যামে বহুক্ষণ আটকে ছিল অ্যাম্বুলেন্স। জেহানাবাদের এসডিও পরিতোষ কুমার জানান, পথেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়।  হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।

জেহানাবাদের এই ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, “শিশুটির মৃত্যুর দায় রাহুল গান্ধী কি নেবেন?” তাঁর আরও দাবি, বিরোধীদের এই বনধ কোনওভাবেই সফল নয়। মর্মান্তিক ঘটনাব রাহুলকে কাঠগড়ায় তুলল বিজেপি।


Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment