স্বামী দেখতে খারাপ, স্বামীর জিভ কামড়ে কেটে নিলেন স্ত্রী



স্বামী দেখতে সুন্দর না হওয়ায় স্বামীর জিভ কেটে নিলেন স্ত্রী। শুনতে অবাক লাগলেও এক আজব অভিযোগ দায়ের হয়েছে দিল্লি পুলিশের কাছে। ঘটনাটি ঘটেছিল শনিবার রাতে দিল্লির রনহোলা এলাকায়।

 এক ২২ বছরের মহিলা চুম্বনরত অবস্থায় স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে দেন বলে অভিযোগ । এই কাণ্ড ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

চুম্বনরত অবস্থায় জিভ কামড়ে ছিঁড়ে ফেলার মত ঘটনা তাজ্জব করেছে অনেককেই।

দিল্লির রনহোলা এলাকার ২২ বছরের ওই মহিলা আট মাসের গর্ভবতী। তার বিরুদ্ধে অভিযোগ চুম্বনের সময় তিনি স্বামীর অর্ধেক জিভ কামড়ে ছিঁড়ে নেন।

আট মাসের অন্তঃসত্ত্বা, ২২ বছরের ওই যুবতীকে আটক করেছে পুলিস। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ৩২৬ ধারায় মামলাও দায়ের করা হয়েছে। প্রাথমিক জেরায় মহিলা পুলিসকে বলেছেন, তাঁর স্বামীর রূপ নিয়েই তাঁর আপত্তি থাকায় এই কাজ করেছেন।

২০১৬ সালের ২০ নভেম্বর বিয়ে হয়েছিল ওই দম্পতির। পুলিস আরও জানিয়েছে, শনিবারও দুজনের মধ্যে তুমুল ঝগড়াঝাঁটি হয়। তারপর ঝগড়া মেটানোর নাম করে স্বামীকে চুম্বনের অছিলায় তাঁর জিভের অর্ধেকাংশ কেটে নেন অভিযুক্ত বধূ। ছেলের আর্তনাদে ছুটে যান যুবকের বাবা। বৃদ্ধই পুলিসে খবর দেন।

আশঙ্কাজনক অবস্থায় যুবককে সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়।

তবে চিকিত্‍সকরা এখনও নিশ্চিত নন, যুবক এর পরে আর কোনও দিনও কথা বলতে পারবেন কিনা।

নিজের স্বামীর সঙ্গে কেন এমন করেছে ওই মহিলা? স্থানীয়, প্রতিবেশী এবং আত্মীয়-পরিজনরা জানাচ্ছেন,  পেশায় ফুটপাথ শিল্পী ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর প্রায় নিত্যদিন দাম্পত্য কলহ লেগে থাকত। স্বামীকে একেবারেই পছন্দ ছিলনা মহিলার। স্বামীকে দেখতে ভালো নয় বলে তাঁর জিভ কামড়ে ছিঁড়ে নেয় সে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment